ইউক্রেনকে ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র সরবরাহের পক্ষে সাফাই গাইলো যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রেস ব্রিফিংয়ে ইউরেনিয়াম ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি নিয়ে রাশিয়ার দাবি উড়িয়ে দিলো পেন্টাগন। খবর রয়টার্সের।
পেন্টাগন মুখপাত্র সাবরিনা সিং বলেন, রাশিয়ার দাবির বিরোধিতা জানাচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টের বরাতে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জানিয়েছে, ইউরেনিয়ামের সংস্পর্শে ক্যানসারের ঝুঁকির কোনো প্রমাণ নেই। এমনকি আন্তর্জাতিক আনবিক সংস্থাও একই কথা বলেছে। আব্রামস ট্যাংকে ব্যবহার হবে এই রাউন্ড। বিশ্বের অনেক দেশের সামরিক বাহিনীই এই শেল আগেও ব্যবহার করেছে।
এর আগে, ইউক্রেনকে নতুন করে এক বিলিয়ন ডলারের সামরিক ও মানবিক সহায়তা ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এই প্যাকেজের আওতায় থাকবে হাইমার্স মিসাইল সিস্টেম, জ্যাভেলিন অ্যান্টি ট্যাংক ক্ষেপণাস্ত্র, আব্রামস ট্যাংকসহ অত্যাধুনিক অস্ত্রসরঞ্জাম। দেয়া হবে সীমিত তেজষ্ক্রিয়তার ইউরেনিয়াম সমৃদ্ধ গোলাবারুদ।
/এআই/এমএন
Leave a reply