শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি প্রাইভেটকার। পেছন দিক থেকে একটি গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর এক সপ্তাহ যেতে না যেতেই এ দুর্ঘটনা ঘটলো। তবে এক্সপ্রেসওয়ের প্রথম এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাইভেটকারটিতে নারী ও শিশুসহ ৫ জন ছিল।
মধ্যরাতেই দুঘর্টনার একটি লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি রাস্তার পাশে পার্কিং করা।
ভুক্তভোগীরা জানান, দ্রুত গতির একটি গাড়ি তাদের প্রাইভেটকারটিকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে নম্বর প্লেট রেখেই গাড়িটি বনানীর দিকে পালিয়ে যায়। এতে প্রাইভেটকারটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
/এমএন
Leave a reply