ভারতের রাষ্ট্রপতির আমন্ত্রণে নৈশভোজে বিশ্বনেতারা

|

ভারতীয় প্রেসিডেন্টের আমন্ত্রণে শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে নয়াদিল্লিতে নৈশভোজ আয়োজিত হয়। তাতে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ জি-২০ সম্মেলনে যোগ দেয়া বিশ্বনেতারা। খবর ইন্ডিয়া টুডের।

গালা ডিনারে অতিথিদের স্বাগত জানান রাষ্ট্রপ্রধান দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নানা রঙ ও আলোয় সাজানো হয় আপ্যায়ন কেন্দ্র। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ প্রায় ১৭০ জন ছিলেন অতিথিদের তালিকায়।

বিদেশিদের পাশাপাশি সব রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা আমন্ত্রিত ছিলেন। বহু ধরনের নিরামিষ পদ দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। খাবারের মেন্যুতে অনুসরণ করা হয় সম্মেলনের থিম ‘ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার’।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply