সম্প্রতি দেশে মুক্তি পেয়েছে বলিউড সুপার স্টার শাহরুখ খান অভিনীত ছবি জাওয়ান। জাওয়ানের জোয়ারে ভাসছে এখন চট্টগ্রামের প্রেক্ষাগৃহগুলো। এতেই ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বলিউড বাদশাহ।
শনিবার (৯ সেপ্টেম্বর) তিনি টুইটার অ্যাকাউন্টে (বর্তমানে এক্স) লেখেন থ্যাংক ইউ চট্টগ্রাম।
জানা গেছে, জাওয়ান মুক্তি উপলক্ষ্যে চট্টগ্রামে শাহরুখ খান ইউনিভার্স ফ্যানক্লাব বিশেষ প্রস্তুতি হাতে নেয়। ভক্তরা জাওয়ানের মুক্তি উপলক্ষ্যে র্যালির আয়োজন করে। এছাড়া সিনেমাটি তারা দেখেন একাধিকবার।
স্বয়ং বলিউড বাদশাহ’র কাছ থেকে এমন বার্তা পেয়ে বেজায় খুশি চট্টগ্রামের ভক্তরা।
এটিএম/
Leave a reply