বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের আত্মসমর্পণকে ঘিরে আদালত প্রাঙ্গণে জড়ো হওয়া নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
দুর্নীতি মামলার রায়ে উচ্চ আদালতের নির্দেশে রোববার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-১ এ হাজির হন আমানউল্লাহ আমান। এজন্য সকাল থেকে আদালতের সামনে জড়ো হন শতশত বিএনপি কর্মী।
বেলা ১১টার দিকে আদালতের কার্যক্রম শুরুর পর নেতাকর্মীদের সরিয়ে দেয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় কয়েকজনের ওপর লাঠিচার্জ করা হয়।
আদালত প্রাঙ্গণ থেকে তাদের বের করে দেয়ার পর পুলিশের ওপর ইট নিক্ষেপ করে বিএনপি কর্মীরা। পরে তাদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে আদালত চত্বরে।
বিএনপি নেতাকর্মীদে অভিযোগ, এ সময় আশপাশের সড়ক ও গলির ভেতর গিয়ে পুলিশ লাঠিচার্জ করে। ঘণ্টাখানেক পর পরিস্থিতি শান্ত হয়।
/এমএন
Leave a reply