এশিয়া কাপে সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের উপর চড়াও হন ভারতীয় দলের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। বিশেষ করে শাহীন শাহ আফ্রিদিকে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন এই দুই ব্যাটার। পাওয়ারপ্লে’তে ৬১ রান তুলে মেন ইন ব্লু’রা।
কলম্বোর প্রেমেদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে শুরুতেই শাহীন আফ্রিদি ও নাসিম শাহর উপর চড়াও হন গিল। অধিনায়ক রোহিত শর্মা উইকেট ধরে খেলার চেষ্টা করলেও অন্য প্রান্তে তরুণ ওপেনার শুভমান গিল শুরু থেকেই একের পর বাউন্ডাির হাঁকাতে থাকেন। তাতে শুরুর ৫ ওভারেই ৩৭ রান তুলে ফেলে ভারত।
পেস ও সুইং দিয়ে একপ্রান্তে নাসিম দারুণ বল করলেও এদিন শাহীনের প্রথম তিন ওভার থেকেই ৩১ রান নিয়েছে রোহিত-গিল জুটি। ইনিংসের ৭ম ওভারে উইকেট পেতে পারতেন নাসিম। তার বলে খোঁচা দিয়েছিলেন গিল কিন্তু স্লিপে দাঁড়ানো দুই ফিল্ডারের মাঝ দিয়ে বল গেলে উইকেট আর পাওয়া হয়নি। ১৩তম ওভারে শাদাব খানের করা বলে লং অনে পাঠিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৮ম ফিফটি তুলে নেন গিল।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ১৩ ওভার শেষে ৯৬ রান। রোহিত ব্যাট করছেন ৪৪ রানে, গিল আছেন ৫০ রান নিয়ে।
/আরআইএম
Leave a reply