পাকিস্তান সেনাবাহিনীর অভিযান, ৭ চরমপন্থি নিহত

|

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর অভিযানে ৭ চরমপন্থি প্রাণ হারালো। রোববার (১০ সেপ্টেম্বর) সংঘাতে আরও ৬ জন গুরুতর আহত হয়েছে। খবর এপির।

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সামরিক মুখপাত্র, আইএসপিআর। তাদের দাবি, উরসুন এলাকায় আত্মগোপনে থাকা চরমপন্থিদের সন্ধানে চালানো হয় তল্লাশি অভিযান। এ সময় উভয়পক্ষের মধ্যে হয় ব্যাপক গোলাগুলি।

তারা আরও জানায়, এই অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। কারণ চরমপন্থি সংগঠনগুলোর অপ-তৎপরতায় অতিষ্ট সাধারণ পাকিস্তানিরা।

গেলো বুধবার থেকে সীমান্তবর্তী চিত্রাল জেলায় ছড়িয়েছে অসন্তোষ। দুটি নিরাপত্তা চৌকিতে চালানো হয় হামলা। তাতে প্রাণ হারান চার সেনাসদস্য। যার দায় স্বীকার করে নিয়েছে কালো তালিকাভুক্ত জঙ্গি সংগঠন ‘তেহরিক ই তালেবান পাকিস্তান বা টিটিপি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply