ভয়াবহ ‘নাইন-ইলেভেন’ হামলার ২২তম বার্ষিকী আজ

|

বিশ্ব রাজনীতির গতিপথ পাল্টে দেয়া ভয়াবহ ‘নাইন-ইলেভেন’ হামলার ২২তম বার্ষিকী আজ। ২০০১ সালের এই দিনে সন্ত্রাসী হামলায়, গুড়িয়ে দেয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের গর্ব টুইন-টাওয়ার। খবর এপির।

ছিনতাই করা চারটি যাত্রীবাহী বিমানের দু’টি নিয়ে নিউ ইয়র্কের নর্থ ও সাউথ টাওয়ারে হামলা চালায় জঙ্গিরা। তাসের ঘরের মতো ভেঙে পড়ে আকাশচুম্বী টুইন-টাওয়ার। তৃতীয় বিমানের টার্গেট হয় ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা দফতর, পেন্টাগন। পেনসিলভেনিয়ার আকাশে বিধ্বস্ত হয় চতুর্থ বিমানটি।

গোটা বিশ্বকে নাড়িয়ে দেয়া ওই হামলায় প্রাণ হারায় প্রায় ৩ হাজার মানুষ। পঙ্গুত্ব বরণ করেন বহু মানুষ। হামলার দায় স্বীকার করে আল কায়েদা ও জঙ্গি গোষ্ঠীটির প্রধান ওসামা বিন লাদেন।

নাইন ইলেভেন হামলার জেরেই আফগানিস্তানে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন অভিযানের শিকার হয় ইরাক, সিরিয়া ও লিবিয়ার মতো দেশগুলোও।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply