ডলার বাজারে অস্থিরতা: মানি এক্সচেঞ্জে যোগান কম

|

দেশের বাজারে মার্কিন ডলারের সংকট চলছে। টাকার বিপরীতে দাম বেড়েই চলেছে। সাধারণ মানুষ যারা বিদেশে যাচ্ছেন, ব্যাংক থেকে তাদের নগদ ডলার কিনতে হচ্ছে ১১০ টাকা ৫০ পয়সা দরে। তবে মানি এক্সচেঞ্জ থেকে ডলারের বিনিময় মূল্য ১১২ টাকা ৬০ পয়সা। তবে সাধারণ মানুষ হাতবদল করলে পাচ্ছেন ১১১ টাকা ১০ পয়সা।

সংশ্লিষ্টরা বলছেন, বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বেড়ে যাওয়া, রফতানি আয়ের চেয়ে আমদানি ব্যয় বৃদ্ধিসহ নানা কারণে ডলারের সংকট সৃষ্টি হয়েছে। এতে করে ডলারের দাম বেড়ে যাচ্ছে। ডলারের দাম বাড়ায় আমদানি ব্যয় বাড়ছে। বেশকিছু ব্যাংক ডলার সংকটের কারণে ঋণপত্র খোলার ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছে।

মানি এক্সচেঞ্জের কর্মকর্তারা বলছেন, নির্ধারিত দাম অনুযায়ী ডলার কিনতে হয়। কিন্তু এই দামে অনেকে ডলার দেয় না। যারা বিদেশ থেকে আসে তাদের কাছ থেকে ডলার কেনা হচ্ছে। আবার যারা বিদেশে যাবে তাদেরকে পাসপোর্টের মাধ্যমে ডলার বিক্রি করা হচ্ছে। পাসপোর্ট ছাড়া ডলার কেনাবেচা হচ্ছে না। চাহিদার চেয়ে ডলারের সরবরাহ বেশ কম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply