রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে কোম্পানির অধীনে বাস পরিচালনা শুরু করতে দুই বছর লাগতে পারে বলে জানিয়েছেন এই কাজের দায়িত্বপ্রাপ্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
সোমবার ঢাকা দক্ষিণের নগর ভবনে আয়োজিত এক সভায় তিনি বলেন, প্রয়াত মেয়র আনিসুল হক এনিয়ে একটি ড্রাফট করেছেন যাতে কোনোকিছু সংযোজন, পরিমার্জন ও সংশোধন করতে হলে কমিটি তা’ করবে।
ঢাকা মহানগরে গণপরিবহনে শৃঙ্খলা আনা এবং যানজট নিরসনে বাস রুট রেশনালাইজেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তনের কার্যক্রম সমন্বয় করতে রোববার সাঈদ খোকনকে আহ্বায়ক করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করে সরকার।
সাঈদ খোকন বলেন, এ মাসের শেষ দিকে কমিটির প্রথম বৈঠক বসবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে রুট রেশনালাইজেশন এবং কোম্পানি গঠন কাজ শেষ করা হবে।
রাজধানীর সড়কে চলাচল করা বাসগুলো ৪ থেকে ৫টি কোম্পানির আওতায় এনে কিভাবে তা নিরাপদ ভাবে গণমানুষের জন্য উপযোগী করে তোলা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিবে কমিটি। তবে নগরীর ব্যক্তিগত গাড়ি কমানোর বিষয়ে কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে জানান মেয়র।
Leave a reply