দুই নেতাকে নির্যাতনে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি ছাত্রলীগের

|

ছাত্রলীগের দুই নেতাকে পেটানোর ঘটনায় ডিএমপি কমিশনারের সাথে বৈঠক করেছেন সংগঠনটির শীর্ষ নেতারা।

রাজধানীর শাহবাগ থানায় ধরে নিয়ে ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার (১১ সেপ্টম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগত কারণে কেউ সমস্যায় পড়লে তার দায় বাহিনী নেবে না। তদন্ত কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইমকে নির্যাতন করেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার হারুন অর রশিদ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply