দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিচার চাইলেন ঢাবি উপাচার্য

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সংশ্লিষ্টদের সঠিক বিচার দাবি করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন দুই ছাত্রকে দেখতে গিয়ে এ দাবি করেন তিনি।

ঢাবি উপাচার্য বলেন, এখন দেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে। তাই দেশের স্বার্থে হলেও এ ঘটনার বিচার হতে হবে।

ছাত্রদের চিকিৎসায় কোনো ত্রুটি থাকবে না বলে এ সময় আশ্বাস দিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, গত শনিবার রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইমকে নির্যাতন করেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার হারুন-অর-রশীদ। এরমধ্যে শরীফ আহমেদ মুনিম প্রাথমিক চিকিৎসার পর সেরে উঠলেও আনোয়ার হোসেন নাঈম এখনও চিকিৎসাধীন।

উল্লেখ্য, এই দুই নেতাকে পেটানোর ঘটনায় অভিযুক্ত হারুন-অর-রশীদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতাদের পেটানো এডিসি হারুন সাময়িক বরখাস্ত

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply