প্রলয়ঙ্করী ঝড় দানিয়েলের তাণ্ডবে লণ্ডভণ্ড লিবিয়া

|

প্রলয়ঙ্করী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড লিবিয়া। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২০০ জনে। এ তথ্য নিশ্চিত করেছে রেড ক্রিসেন্ট। খবর রয়টার্সের।

দেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। রোববার (১০ সেপ্টেম্বর) শক্তিশালী ঝড় দানিয়েল আঘাত হানে উত্তর আফ্রিকার দেশটিতে। তীব্র ঝড়ের প্রভাবে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেনগাজি, সুসি, দেরনা ও আল মার্জ। লিবিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, কেবল দেরনাতেই মৃত্যু হয়েছে দেড়শ’জনের। দু’টি বাধ ভেঙে তলিয়েছে ১ লাখ বাসিন্দার এলাকা। বিধ্বস্ত দেড় শতাধিক ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতাও।

পূর্বাঞ্চলীয় বিদ্রোহী সরকারের দাবি, মৃতের সংখ্যা ২ হাজারের ওপর। জারি করা হয়েছে কারফিউ। স্কুল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। বেনগাজি ও ত্রিপেলিভিত্তিক উভয় প্রশাসনই তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় চেয়েছে আন্তর্জাতিক মহলের সহায়তা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply