বরখাস্ত এডিসি হারুনের ওপর আগে হামলা চালানো হয়েছে: ডিবির অতিরিক্ত কমিশনার

|

থানায় নিয়ে ছাত্রলীগের নেতাদের নির্যাতনের ঘটনার সূত্রপাত বারডেম হাসপাতালে। সেখানে আগে বরখাস্ত এডিসি হারুনের উপর হামলা চালানো হয় বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

তিনি জানান, বারডেম হাসপাতালে এডিসি হারুনের অবস্থান জানতে পেরে সেখানে যান রাষ্ট্রপতির এপিএস মামুন। তিনি যাওয়ার সময় ছাত্রলীগ নেতাদের নিয়ে যান। তাদের নিয়ে এডিসি হারুনের ওপর হামলা চালানোর তথ্য পাওয়া গেছে। ঘটনার তদন্তে এসব বিষয় আসা উচিত বলে মনে করেন তিনি।

ডিবি এই কর্মকর্তা বলেন, ঘটনাটি একপাক্ষিকভাবে প্রচার হচ্ছে। সবপক্ষকেই জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত। জানান, এডিসি হারুনের ওপর হামলা করে তার চশমা ভেঙে দেয়া হয়। তিনিও আঘাতপ্রাপ্ত হন। তবে পরবর্তীতে এডিসি হারুনের নির্যাতনের দায় পুলিশ বাহিনী নিবে না।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply