বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করবে প্রতিনিধি পরিষদ

|

জো বাইডেন ও কেভিন ম্যাকার্থি। ফাইল ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করবে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে একথা জানান হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি। খবর বিবিসির।

জানান, বাইডেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বাধা তৈরি ও দুর্নীতির অভিযোগ গুরুত্ব পাবে তদন্তে। ক্যাপিটল হিলে দেয়া বিবৃতিতে তিনি বলেন, বাইডেনের বিরুদ্ধে গুরুতর ও বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। যা দুর্নীতির সংস্কৃতিই তুলে ধরে। ম্যাকার্থির দাবি, ক্ষমতার অপব্যবহার করে বিশেষ সুবিধা নিয়েছে বাইডেনের পরিবার। ম্যাকার্থি আরও বলেন, আমরা তদন্তে খুঁজে পেয়েছি, প্রেসিডেন্ট বাইডেন আমেরিকান জনগণের কাছে এ বিষয়ে মিথ্যা বলেছেন।

গত জানুয়ারিতে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ নেয়ার পরপরই বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরু করে রিপাবলিকানরা। তবে এ সংক্রান্ত শুনানিতে বাইডেনের অসদাচরণের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ মেলেনি। এরপরই প্রশ্ন ওঠে, প্রেসিডেন্টের ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক কার্যকলাপ নিয়ে। কর জালিয়াতি সংক্রান্ত অভিযোগে এরই মধ্যে তদন্ত চলছে হান্টার বাইডেনের বিরুদ্ধে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply