পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রউফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তিনি। স্বজনরা জানিয়েছেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন মো. আবদুর রউফ। মৃত্যুকালে স্ত্রী-সন্তান ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন পুলিশের সাবেক এই মহাপরিদর্শক।
আজ বৃহস্পতিবার বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে আবদুর রউফকে দাফন করা হবে।
/এমএন
Leave a reply