আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা, ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে কারা?

|

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

দুইটি দলই লিগ পর্বে ভারতের কাছে হেরেছে এবং বাংলাদেশকে হারিয়েছে। তবে নেট রানরেটে সুবিধাজনক অবস্থায় রয়েছে শ্রীলঙ্কা। আর তাই বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে ফাইনালে চলে যাবে দাসুন সানাকার দল। এই ম্যাচে রিজার্ভ ডে না থাকায় ম্যাচটি ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, ইনজুরিতে পড়ায় এই ম্যাচে খেলতে পারবেন না দুই পাকিস্তানি পেসার- হারিস রউফ ও নাসিম শাহ। তবে দারুণ ফর্মে রয়েছেন শাহিন আফ্রিদি। অন্যদিকে, শ্রীলঙ্কার শক্তির জায়গা দুই স্পিনার থিকসানা ও ওয়েলালাগের বোলিং।

এই দুই দল এখন পর্যন্ত ১৫৫ ম্যাচে মুখোমুখি হয়েছে। এরমধ্যে পাকিস্তান জিতেছে ৯২টিতে, শ্রীলঙ্কার জয় ৫৮ ম্যাচে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply