ক্রাইমিয়ার বন্দরে ইউক্রেনের মিসাইল হামলা

|

ক্রাইমিয়ার সেভেস্তাপোল বন্দরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। হামলায় একটি শিপইয়ার্ডে আগুন ধরে যায়। এছাড়া দুইটি জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর রয়টার্সের।

মস্কো জানিয়েছে, অন্তত ১০টি মিসাইল ছোড়া হয়। তবে পাল্টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ৭টি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করে রাশিয়া। এর পাশাপাশি, বিস্ফোরক বোঝাই ৩টি ড্রোন স্পিডবোট দিয়েও হামলার চেষ্টা করা হয়। তবে সেগুলো আঘাত হানার আগেই ধ্বংস করে দেয় রুশ টহল বোট।

ক্রাইমিয়া উপদ্বীপের কৌশলগত গুরুত্বপূর্ণ এই শিপইয়ার্ডে রুশ বাহিনীর জাহাজ ও সাবমেরিন তৈরি ও মেরামত করা হয়ে থাকে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply