অবসর নিলেন রেকর্ড ২৬ বছর আন্তর্জাতিক ফুটবল খেলা খেলোয়াড়

|

রেকর্ড ২৬ বছর আন্তর্জাতিক ফুটবল খেলে অবসর নিয়েছেন ইলদেফোনস লিমা। ছবি: ইনস্টাগ্রাম

রেকর্ড ২৬ বছর আন্তর্জাতিক ফুটবল খেলার পর অবসর নিয়েছেন ইলদেফোনস লিমা। ৪৩ বছর বয়সে এসে অবসরের ঘোষণা দিলেন অ্যান্ডোরার এই ফুটবলার।

১৯৯৭ সালে এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচে অভিষেক হয়েছিলে ১৭ বছর বয়সি লিমার। আন্তর্জাতিক ফুটবলে যেটি ছিলো অ্যান্ডোরার দ্বিতীয় ম্যাচ। যে ম্যাচে অ্যান্ডোরা ৪-১ গোলে হারলেও দলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন লিমা। এরপর এতো দিন অ্যান্ডোরার ফুটবল হেঁটেছে লিমার হাত ধরেই।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে ইউরো বাছাই পর্বের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে অবসরের ঘোষনা দেন ৪৩ বছর বয়সি এই ফুটবলার। অ্যান্ডোরার হয়ে ১৩৭টি ম্যাচ খেলেছেন লিমার। তবে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি সময় (২৬ বছর) খেলার রেকর্ডটি নিজের করে নিয়েছেন এই মিডফিল্ডার। মেয়েদের ফুটবলে সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের রেকর্ডটি ব্রাজিলের সাবেক মিডফিল্ডার ফরমিগার।

বিদায়বেলায় লিমাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। যেখানে লেখা হয়েছে, অবিশ্বাস্য এই যাত্রার জন্য অ্যান্ডোরার ইলদেফোনস লিমাকে অভিনন্দন। ফুটবলে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ার।

দীর্ঘ ক্লাব ক্যারিয়ারে স্পেনের এস্পানিওল, লাস পালমাস ও রায়ো ভায়েকানোর হয়ে খেলেছেন লিমা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply