২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণহানি ১১

|

ডেঙ্গুজ্বরে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ১১ জনের। চলতি বছর প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৭৭৮ জনে। সেপ্টেম্বরেই মারা গেছেন ১৮৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গেল দিন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭২৭ জন। রাজধানীতে মৃতের হার এখন শূন্য দশমিক আট শতাংশ। সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৬৬৩ জনের মধ্যে ঢাকায় ৯০০ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১ হাজার ৭৬৩ জন। এ বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৮৩৫ জনে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন রাজধানীর বাইরে, বাকি ৬ জন ঢাকায়। এসময় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ৬৬৩ জন।

এদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় রাজধানীর হাসপাতালে চাপ অস্বাভাবিক হারে বেড়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply