ভারতের বিপক্ষে এশিয়া কাপের শেষ ম্যাচেও চাওয়া পাওয়ার অনেক কিছুই আছে। যদি জয় নিয়ে দেশে ফিরতে পারি, সেটাই হবে আমাদের জন্য ভালো কিছু। ভারতের বিপক্ষে টুর্নামেন্টের শেষ ম্যাচে মাঠে নামার আগে জয়ের প্রত্যাশা ক্যাপ্টেন সাকিব আল হাসানের।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কায় গণমাধ্যমের সামনে এলেন টাইগারদের দলনেতা। জানালেন, ভারতের সঙ্গে শেষ ম্যাচেও পাওয়ার আছে অনেক কিছু। তিনি বলেন, আমাদের অবশ্যই চাওয়া-পাওয়ার আছে। আমরা চাইব, ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি জিততে। এটা করতে পারলেও আমাদের জন্য অনেক ভালো কিছু হবে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এশিয়া কাপ ২০২৩’এ বাংলাদেশের শেষ ম্যাচ। এবারের আসরে চার ম্যাচে এখন পর্যন্ত আফগানদের বিপক্ষে এক জয়ই টাইগারদের অর্জন। এশিয়া কাপে বাংলাদেশের অবস্থান যখন এমন, শেষ ম্যাচে ভারতের বিপক্ষে কী চান অধিনায়ক সাকিব আল হাসান? এমন প্রশ্নের উত্তরে সাকিব যেন মজাচ্ছলে প্রশ্নকর্তাকে পাল্টা প্রশ্ন করেছেন– ‘আপনার লক্ষ্য কী থাকতো?’ ওই সাংবাদিক প্রত্যুত্তরে বলেছেন, আমি তো জিততে চাইতাম। বাংলাদেশের পোস্টারবয়ও বলেন, ‘আমরাও জিততে চাইব।’
এশিয়া কাপে বাংলাদেশের খেলোয়াড়দের ব্যর্থতা প্রসঙ্গে সাকিবকে জিজ্ঞেস করা হয়, এই ব্যাপারে তিনি সন্তুষ্ট কিনা। প্রশ্নের উত্তরে বাংলাদেশের অধিনায়ক বলেন, এটা সংবাদমাধ্যমে বলার মতো বিষয় নয়। এটা নিয়ে টিম ম্যানেজমেন্টে আলোচনা হবে। এশিয়া কাপের ব্যর্থতার প্রভাব বিশ্বকাপে পড়ার প্রসঙ্গে সাকিব বলেছেন, প্রভাব পড়তে পারে। আবার না-ও পড়তে পারে।
ওয়ানডেতে ৩৯ বারের দেখায় ভারতের ৩১ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় আছে মাত্র ৭ ম্যাচে। এশিয়া কাপে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে দুদল। যেখানে ভারতের জয় ১৩ ম্যাচে, বাংলাদেশ জিতেছে মাত্র একবারই। ২০১২ সালে মিরপুরে ওয়ানডে ফরম্যাটের সেই ম্যাচে ৫ উইকেটে জিতেছিল সাকিব-তামিমরা। ৩১ বলে ৪৯ রান করে সাকিব হয়েছিলেন ম্যাচসেরা।
তবে সেই জয়ের পর কেটে গেছে প্রায় এক যুগ। শুক্রবারের ম্যাচে কি এশিয়া কাপে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পাবে বাংলাদেশ? নাকি টাইগারদের জন্য পুরো এশিয়া কাপটাই হয়ে থাকবে নিয়ম রক্ষার?
/এএম
Leave a reply