ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান, আবার বৃষ্টির বাগড়া

|

বৃষ্টিতে বাধাগ্রস্ত হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস ও খেলা শুরু হতে দেরি হয়েছিল। পাকিস্তান ইনিংসের ২৭ দশমিক ৪ ওভারে আবারও বাগড়া দিয়েছে বৃষ্টি। ১৩০ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাবরের দল।

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে পাকিস্তান। টস হওয়ার কথা ছিল বিকেল ৩টায়। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। বৃষ্টি থামলে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। খেলা দেরিতে শুরু হওয়ায় ম্যাচ নির্ধারিত হয় ৪৫ ওভারে।

দলীয় ৯ রানে ‘আউট অব ফর্ম’ ফখর জামান ফিরলে প্রথম উইকেট হারায় পাকিস্তান। এরপর দলে ফেরা আব্দুল্লাহ শফিককে নিয়ে দ্বিতীয় উইকেটে প্রাথমিক ধাক্কা সামাল দেন অধিনায়ক বাবর আজম। ১৬তম ওভারে ওয়েলালাগের বলে পাকিস্তান কাপ্তান স্টাম্পিং হলে দ্বিতীয় উইকেটে ৭০ বলে ৬৪ রানের জুটি ভাঙে। বাবর করেন ৩৫ বলে ২৯ রান।

তৃতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেছিলেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ও শফিক। পাথিরানার বলে তাদের জুটি বেশিদুর গড়ায়নি। ২২তম ওভারে প্রথম ওডিআই ফিফটি করা শফিককে ফেরান এই স্লিংগিং অ্যাকশনের পেসার। ৬৯ বলে ৫২ রান করেন শফিক। শফিকের পরে আরও দুটি উইকেট হারায় পাকিস্তান। মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নেওয়াজ উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি। বৃষ্টির আগ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২৭ দশমিক ৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান।

বৃষ্টি যদি থেমে যায় এবং বাধা হয়ে আর না দাঁড়ায়, এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে ভারতের মুখোমুখি হবে। দুটি দলই লিগ পর্বে ভারতের কাছে হেরেছে এবং বাংলাদেশকে হারিয়েছে।

তবে নেট রানরেটে শ্রীলঙ্কা সুবিধাজনক অবস্থায় থাকার কারণে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে চলে যাবে দাসুন শানাকার দল। এই ম্যাচে কোনো রিজার্ভ ডে নেই।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply