বৃষ্টির কারণে খেলা শুরু হয়েছে দেরিতে। ম্যাচের মধ্যেও বৃষ্টি বাধা হয়ে এসেছে দু’বার। তবে বৃষ্টি বাঁধা পেরিয়ে শ্রীলঙ্কাকে ডিএলএসে ২৫২ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান।
বৃষ্টির কারণে প্রথমে ৫০ ওভার থেকে ম্যাচ নির্ধারিত করা হয় ৪৫ ওভারে। পরে আবারও বৃষ্টি হলে ৪২ ওভারে ম্যাচ শেষ করার সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারিরা।
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে পাকিস্তান। টস হওয়ার কথা ছিল বিকেল ৩টায়। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। বৃষ্টি থামলে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
দলীয় ৯ রানে ‘আউট অব ফর্ম’ ফখর জামান ফিরলে প্রথম উইকেট হারায় পাকিস্তান। এরপর দলে ফেরা আব্দুল্লাহ শফিককে নিয়ে দ্বিতীয় উইকেটে প্রাথমিক ধাক্কা সামাল দেন অধিনায়ক বাবর আজম। ১৬তম ওভারে ওয়েলালাগের বলে পাকিস্তান কাপ্তান স্টাম্পিং হলে দ্বিতীয় উইকেটে ৭০ বলে ৬৪ রানের জুটি ভাঙে। বাবর করেন ৩৫ বলে ২৯ রান।
তৃতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেছিলেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ও শফিক। পাথিরানার বলে তাদের জুটি বেশিদুর গড়ায়নি। ২২তম ওভারে প্রথম ওডিআই ফিফটি করা শফিককে ফেরান এই স্লিংগিং অ্যাকশনের পেসার। ৬৯ বলে ৫২ রান করেন শফিক। শফিকের পরে আরও দুটি উইকেট হারায় পাকিস্তান। মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নেওয়াজও বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে।
এরপরে ইফতেখার আহমেদকে নিয়ে দলের হাল ধরেন রিজওয়ান। ৭৮ বলে ১০৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। ৪০ বলে ৪৭ রানে আউট হন ইফতেখার। রিজওয়ান ৭৩ বলে অপরাজিত ৮৬ রান করেন। যার ফলে ফাইনালে উঠতে হলে শ্রীলঙ্কাকে করতে হবে ৪২ ওভারে ২৫২ রান।
/এমএইচ/এটিএম
Leave a reply