পরমাণু কর্মসূচি অব্যাহত রাখায় ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রাখবে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) যৌথ বিবৃতির মাধ্যমে দেয়া হয় এ ঘোষণা। খবর বিবিসির।
জানায়, ইউরেনিয়াম সমৃদ্ধ ও মজুদ করে ২০১৫ সালে স্বাক্ষর করা পারমাণবিক চুক্তি লঙ্ঘন করেছে তেহরান। চুক্তি মেনে নিতে পুরোপুরি সম্মত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞাগুলো বহাল থাকবে বলেও হুঁশিয়ারি তাদের। মূলত রাশিয়ার কাছে ড্রোন ও মিসাইল বিক্রি বন্ধ করতেই এ পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় দেশ তিনটি।
আট বছর আগে হওয়া ওই চুক্তির শর্ত অনুযায়ী আগামী মাসে কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা থাকলেও তা বহাল রাখার সিদ্ধান্ত নিলো তারা। অবশ্য পশ্চিমাদের এ সিদ্ধান্তকে অবৈধ এবং উস্কানিমূলক বলে আখ্যা দিচ্ছে তেহরান।
প্রসঙ্গত, ২০১৫ সালের পারমাণবিক চুক্তির অধীনে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে সংবেদনশীল পারমাণবিক কার্যক্রম সীমিত করতে সম্মত হয়েছিল ইরান।
/এএম
Leave a reply