বেঁধে দেয়া দামে মিলছে না আলু-পেঁয়াজ-ডিম

|

সরকারের বেঁধে দেয়া দামে কোথাও মিলছে না আলু ও পেঁয়াজ। অনেক জেলায় প্রতি পিচ ডিমও বিক্রি হচ্ছে সাড়ে ১২ থেকে ১৩ টাকায়।

চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, জয়পুরহাট, মুন্সিগঞ্জসহ বিভিন্ন জেলার বাজার ঘুরে দেখা গেছে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ কিনতে ক্রেতাদের গুণতে হচ্ছে ৭০ থেকে ৮৫ টাকা পর্যন্ত। এক হালি ডিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়।

ক্রেতাদের অভিযোগ সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। আর বিক্রেতাদের দাবি, পাইকারিতে বেশি দামে কিনতে হচ্ছে তাদের।

এদিকে, জয়পুরহাটে কোল্ড স্টোরেজ থেকে আলু বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৪৫ টাকা কেজি দরে। মুন্সিগঞ্জে অনেক কোল্ডস্টোরেজ থেকে আলু বাজারজাত করা বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

বাজার নিয়ন্ত্রণে গতকাল (১৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার আলু, পেঁয়াজ ও ডিমের দাম বেঁধে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। খুচরা পর্যায়ে প্রতি কেজি আলুর দাম নির্ধারণ করা হয় ৩৫ থেকে ৩৬ টাকা। কোল্ড স্টোরেজে এই দাম ২৬ থেকে ২৭ টাকা। দেশি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা এবং প্রতিটি ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply