বাংলাদেশের সাংবাদিকদের ওপর নিপীড়নে আমরা উদ্বিগ্ন: ম্যাথিউ মিলার

|

ছবি: মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার

জবাবদিহিতার আওতায় আনতে চাওয়ায় সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ওপর পদ্ধতিগতভাবে নিপীড়ন করছে বাংলাদেশ সরকার- এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজে ম্যাথিউ মিলারের এ বক্তব্য তুলে ধরা হয়েছে।

সংবাদ সম্মলনে ম্যাথিউ মিলার বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারা দুর্নীতির মুখোশ উন্মুক্ত করে, জনসাধারণের জীবনকে প্রভাবিত করার মতো সব তথ্য জানার অধিকার রক্ষা করে। সাধারণ মানুষ প্রতিদিনের জীবনে যে সব সমস্যার মুখোমুখি হয়, সেসব বিষয়ে সাংবাদিকদের মানুষকে সচেতন করতে পারা দরকার।

সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে চাওয়া সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ওপর বাংলাদেশ সরকারের পদ্ধতিগত এবং ব্যাপক নিপীড়নে আমরা উদ্বিগ্ন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply