বুন্দেসলিগায় লেভারকুজেনের সাথে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। এই ড্রয়ে টেবিলের শীর্ষস্থানে লেভারকুজেন, আর সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বায়ার্ন।
চোটের কারনে ম্যানুয়েল নয়্যারকে ছাড়াই মাঠে নামে বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। শুরুতেই বায়ার্নকে আনন্দের বন্যায় ভাসান হ্যারি কেন। ম্যাচের ২৪ মিনিটেই অবশ্য সমতায় ফেরে লেভারকুজেন। সমতাসূচক গোলটি করেন গ্রিমালদো। আক্রমন-পাল্টা আক্রমনে আর কেউ গোলের দেখা না পেলে প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয়ার্ধে অনেকটাই অগোছালো ফুটবল খেলে দুই দলই। কেউই গোলের দেখা পাচ্ছিল না। ৮৬ মিনিটে অবশেষে ডেডলক ভাঙেন গোরেৎজকা। তার গোলেই ২-১ ব্যবধানে লিড পায় বায়ার্ন। তবে নিজেদের ভুলেই পূর্ণ পয়েন্ট থেকে বঞ্চিত হয় বায়ার্ন। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে লেভারকুজেনকে পেনাল্টি উপহার দেয় ভাবারিয়ানরা। স্পট কিক থেকে পালাসিওসের গোলেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
/এমএন
Leave a reply