স্পেনের ক্যানারি দ্বীপ থেকে ১০৩ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

|

স্পেনে উদ্ধার হলো সাগরে ভাসতে থাকা অভিবাসনপ্রত্যাশী বোঝাই নৌকা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ক্যানারি দ্বীপ থেকে ১০৩ জনকে উদ্ধার করে দেশটির কোস্ট গার্ড। খবর রয়টার্সের।

উপকূল থেকে ছয় মাইল দূরে বিপজ্জনকভাবে ভাসছিল অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী কাঠের নৌকাটি। উদ্ধারকারী বোটের সহায়তায় সেটি টেনে আনা হয় উপকূলে। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে নয়জন নারী এবং একাধিক শিশু। তারা সবাই আফ্রিকার বিভিন্ন দেশের বাসিন্দা।

কর্তৃপক্ষ জানায়, উন্নত জীবনের আশায় পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের উদ্দেশে রওনা দেন তারা। এ লক্ষ্যে বেছে নেয় সাগরপথের অবৈধ অভিবাসন রুট। স্পেন সরকারের তথ্য বলছে চলতি বছর শুধুমাত্র ক্যানারি দ্বীপে পৌঁছায় ১৪ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply