বাড়ছে নোবেল পুরস্কারের অর্থমূল্য। আগের বছরের চেয়ে প্রায় ৯০ হাজার ডলার বেশি পাবেন এ বছরের বিজয়ীরা। চলতি বছর নোবেল পুরস্কারের মোট অর্থমূল্য দাঁড়াচ্ছে ৯ লাখ ৮৬ হাজার ডলার। খবর রয়টার্সের।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে নোবেল ফাউন্ডেশন। গত কয়েক বছর ধরেই ওঠা-নামা করছে এ পুরস্কারের অর্থমূল্য। ২০১২ সালে কমার পর এবছরই সবচেয়ে বেশি বাড়লো পুরস্কারের অর্থের পরিমাণ।
কর্তৃপক্ষ বলছে, অর্থমূল্যের এ বৃদ্ধি ফাউন্ডেশনের শক্তিশালী অর্থনৈতিক অবস্থার প্রতিফলন। তবে গত এক দশকে ইউরোর বিপরীতে প্রায় ৩০ শতাংশ কমেছে সুইডিশ ক্রোনার মূল্য। ফলে সুইডেনের বাইরের বিজয়ীদের জন্য এ বৃদ্ধি আসলে খুব বেশি নয়।
আগামী ২ অক্টোবর ফিজিওলজিতে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর একে একে ঘোষণা হবে, পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তি বিভাগের বিজয়ীদের নাম।
এটিএম/
Leave a reply