Site icon Jamuna Television

নাটোরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া খাতুন (০৭) ও খাদিজা খাতুন (০৬) নামে মামাতো-ফুপাতো দুই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শাঐল বুদারবাজার গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া একই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে এবং খাদিজা ইমরান আলীর মেয়ে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে পুকুরের পাশেই খেলা করছিল সাদিয়া ও খাদিজা। একপর্যায়ে সবার অগোচরে তারা পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজন ও প্রতিবেশীরা দুই শিশুর খোঁজ করতে থাকে।

পরে বিকেল চারটার দিকে এলাকাবাসী পুকুরের পানিতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে মরদেহ দুটি উদ্ধার করে। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।
/এমএইচ

Exit mobile version