Site icon Jamuna Television

‘লি’র তাণ্ডবে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল ও কানাডার একাংশ বিপর্যস্ত

ঘুর্ণিঝড় লি এর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল এবং কানাডার একাংশ। প্রাণ হারিয়েছেন কমপক্ষে দুই জন। বিদ্যুৎহীন তিন লাখের বেশি গ্রাহক। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের তথ্য অনুসারে, শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নোভা স্কশিয়া ভূখণ্ডে ঝড়টি আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১৩ কিলোমিটার। সময়ের সাথে বাড়ে তীব্রতা। ১০ থেকে ৩১ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস রেকর্ড করা হয় বিভিন্ন এলাকায়। সাইক্লোনের প্রভাবে আগামী দুই দিন ১২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, এমন পূর্বাভাস দেয়া হয়েছে।

নিহতদের মধ্যে একজনের মৃত্যু হয় গাড়ির ওপর গাছ ভেঙ্গে পড়ায়, এই দুর্ঘটনায় মেইন রাজ্যের ৫০ বছরের এক ব্যক্তি প্রাণ হারান। এছাড়া, ফ্লোরিডায় ঝড় চলাকালে সমুদ্রে সাতারে যাওয়া এক কিশোরের মৃত্যু হয়।

তাছাড়া, বিদ্যুৎহীনদের মধ্যে কানাডার অংশেই দু’লাখের মতো গ্রাহক। ধীরে হলেও পুনঃসংযোগ দেয়ার চেষ্টা করছেন জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিরা।

/এমএন

Exit mobile version