এশিয়ার সেরার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলঙ্কা

|

ক্রিকেটে এশিয়ার সেরার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসায় হবে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে এই দুই দলের লড়াই।

এবারের আসরে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে ১১বারের মতো ফাইনাল নিশ্চিত করে ভারত। আসরের ৫ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় পেয়েছে ১টি ভারত। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। আর সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের সঙ্গে হারে তারা।

বাংলাদেশের সঙ্গে ৫ উইকেটের জয় দিয়ে আসর শুরু করা শ্রীলঙ্কাও ৫ ম্যাচে হেরেছে একটিতেই, ভারতের বিপক্ষে। শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে ১৩তম বারের মতো ফাইনালে ওঠে লঙ্কানরা।

এখন পর্যন্ত সাতবার এশিয়া কাপ জিতেছে ভারত। তার মধ্যে পাঁচবারই প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। অন্যদিকে, শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতেছে ছয়বার। যার মধ্যে মাত্র দু’বার প্রতিপক্ষ ছিল ভারত।

ফাইনাল ম্যাচের আগে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, অবশ্যই আমরা প্রস্তুত। উইকেট এই টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারতের বিপক্ষে বোলিংটাই আমাদের মূল চ্যালেঞ্জের জায়গা হবে। টিম হিসেবে আমরা সবসময়ই আন্ডারডগ থাকি। আর এ কারণেই ছেলেরা বড় আসরে নিজেদের প্রমাণ করার জন্য মরিয়া থাকে। এটাই আমাদের তারুণ্যনির্ভর দলের সিক্রেট।

ভারতের ব্যাটার শুভমান গিল বললেন, আমরা টানা তিন দিন ধরে ম্যাচ খেলেছি, তাই ফাইনালের আগে বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রামে দেওয়া হয়েছে। বিশেষ করে বোলারদের, যাতে তারা ফাইনালে সেরাটা দিতে পারে। আর তাই ফাইনালের আগে বাংলাদেশের সঙ্গে পরাজয়টা আমরা মোমেন্টাম ব্রেক হিসেবে দেখছি না। তবে বাংলাদেশের সঙ্গে ম্যাচে যে ভুলগুলো করেছি তা থেকে শিখে ফাইনালে ভালো করতে চাই।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply