বিএন‌পি জঙ্গীবাদ ও অ‌গ্নিসন্ত্রাস ছাড়া কিছু পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

|

ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

ভোলা প্রতি‌নি‌ধি:

নির্বাচন আসলে বিএন‌পি কীভাবে অ‌গ্নিসন্ত্রাস কর‌বে, দেশ‌কে অচল কর‌বে, দেশ‌কে অন্ধকার করবে সেটা নি‌য়ে ব্যস্ত থা‌কে। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেন, বিএন‌পি দে‌শে জঙ্গীবাদ, অগ্নিসন্ত্রাস ও দেশকে ধ্বংস করা ছাড়া কোনো উন্নয়ন কর‌তে পারে না।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভোলার চরফ্যাশন উপ‌জেলার দুলারহাট থানার নব‌নি‌র্মিত ভব‌ন উ‌দ্বোধন উপল‌ক্ষে থানা প্রাঙ্গ‌ণে সুধী সমা‌বে‌শে এসব কথা ব‌লেন তিনি।

মন্ত্রী ব‌লেন, দে‌শের মানুষ আর বিএন‌পির অন্ধকা‌রে ফি‌রে যে‌তে চায় না। মানুষ আ‌লোকিত বাংলা‌দেশ চায়। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কেই ক্ষমতায় চায়। মানুষ ভা‌লোই ক‌রে জানে দেশ‌কে এ‌গি‌য়ে নি‌য়ে যে‌তে হ‌লে নৌকার বিকল্প নেই।

অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি ছিলেন, ভোলা-৪ আস‌নের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। ভোলা জেলা পু‌লিশ সুপার মো. মা‌হিদুজ্জামা‌নের সভাপ‌তি‌ত্বে এ সময় আ‌রও বক্তব্য দেন, ব‌রিশাল রে‌ঞ্জের ডিআই‌জি জা‌মিল হাসান, কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের জোনাল কমান্ডার ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসাইন, জেলা প্রশাসক আ‌রিফুজ্জামান।

/এনকে/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply