মাহশা আমিনির মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন দেশে বিক্ষোভ

|

ওয়াশিংটনে মাহশা আমিনির ছবি হাতে বিক্ষোভ করছে মানুষ। ছবি: রয়টার্স

পোশাক বিধি লঙ্ঘনের জেরে ইরানের তরুণী মাহশা আমিনির মৃত্যুর ঘটনার এক বছর পেরিয়েছে। তার স্মরণে ও পোশাকের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় ইরান ও বিভিন্ন দেশে। খবর রয়টার্সের।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বড় ধরনের সমাবেশ হয় কুর্দি অধ্যুষিত কারাজ শহরে। মাহশা আমিনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার চেয়ে স্লোগান দেন তারা। দেশটির বেশিরভাগ বড় শহরে জোরদার করা হয় নিরাপত্তা। মাহশা আমিনির স্মরণে বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। হোয়াইট হাউসের সামনে জড়ো হয় প্রবাসী ইরানি ও মানবাধিকার সংস্থার সদস্যরা। ফ্রান্সের প্যারিসে ভিলেমন গার্ডেন পার্কের নামকরণ করা হয় মাহশা আমিনির নামে। বিক্ষোভ হয়েছে জার্মানি ও বেলজিয়ামেও।

প্রসঙ্গত, গত বছর ১৬ সেপ্টেম্বর হিজাব ঠিকভাবে না পড়ার দায়ে নৈতিকতা পুলিশের হাতে আটক হন মাহশা আমিনিকে। পুলিশি হেফাজতেই পরে মৃত্যু হয় তার।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply