ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু

|

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ১৮ জনের। চলতি বছর প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৮২২ জনে। সেপ্টেম্বরেই মারা গেছেন ২২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেলো দিন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯৯৭ জন। রাজধানীতে মৃতের হার এখন শূন্য দশমিক আট শতাংশ। সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ৩ হাজার ১২২ জনের মধ্যে ঢাকায় ৮৪৯ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ২৭৩ জন। এ বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ জনে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন রাজধানীর বাইরে, বাকি ১২ জন ঢাকায়। এ সময় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩ হাজার ১২২ জন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply