তিস্তায় পানি বেড়ে ৩ ইউনিয়ন প্লাবিত, পানিবন্দি ২০ হাজার মানুষ

|

তিস্তার পানি বেড়ে রংপুরের গঙ্গাচড়ায় তিনটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিবন্দি প্রায় ২০ হাজার মানুষ। গতকাল রাত থেকে উপজেলার লক্ষ্মীটারীসহ তিনটি ইউনিয়নে পানি ঢুকতে শুরু করে। ভোরের মধ্যেই ডুবে যায় বিস্তীর্ণ এলাকা।
ঘরবাড়ি ভেসে যাওয়ায় চর শঙ্করদহ, চর কলাগাছিসহ ২০টি গ্রামের মানুষ পড়েছেন বিপাকে। হঠাৎ পানিবন্দি হয়ে পড়ায় খাবার ও বিশুদ্ধ পানিরও সংকট দেখা দিয়েছে।

এদিকে, সকালেও তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। উজানে পানি বাড়ায় প্রবাহের জন্য খুলে দেয়া হয় ব্যারেজের সব গেট। ক্ষতিগ্রস্ত অবকাঠামো রক্ষায় দুর্গত এলাকায় বালুর বস্তা ফেলা হচ্ছে।

পানিবন্দি অনেকে শেষ সম্বলটুকু সরিয়ে নিচ্ছেন। তবে ব্যাপক ক্ষতি হয়েছে উঠতি ফসলের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply