বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে আনা প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন। রোববার (১৭ সেপ্টেম্বর) সংগঠনটির প্রেসিডেন্ট স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রস্তাবনা আনা হয়েছে। বিশেষ করে মানবাধিকার সংগঠন অধিকারের বিষয়টি আমাদের নজরে এসেছে। এ ধরনের প্রস্তাবনা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিচারিক ব্যবস্থায় হস্তক্ষেপের শামিল। যা অত্যন্ত অপ্রত্যাশিত। আমরা এ বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ২০১৩ সালে আদিলুর রহমান খান ও এএসএম নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়। সাইবার ট্রাইব্যুনাল মামলাটি পক্ষপাতবিহীনভাবে পরিচালনা করেছে এবং ১৪ সেপ্টেম্বর এর চূড়ান্ত রায় দিয়েছে। অতএব আমরা ইউরোপীয় পার্লামেন্ট কর্তৃক এ ধরনের আকস্মিক নিন্দা প্রত্যাখ্যান করছি।
এটিএম/
Leave a reply