বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন

|

বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অনুমোদন পাওয়া চার প্রতিষ্ঠানের মধ্যে আছে- মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং ও অর্নব ট্রেডিং লিমিটেড। প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে মোট ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে।

আমদানির জন্য পাঁচটি শর্ত দেয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো-ইনফ্লুয়েঞ্জা বা বার্ডফ্লু মুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে। ইনফ্লুয়েঞ্জা, বার্ডফ্লু ও ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত সনদ দাখিল করতে হবে।

সম্প্রতি ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম পড়বে ১২ টাকা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply