ব্যাপক তোলপাড়ের পর অবশেষে সন্ধান মিললো যুক্তরাষ্ট্রের নিখোঁজ যুদ্ধবিমানের। সোমবার পাওয়া যায় এফ-থার্টি ফাইভ ফাইটার জেটের ধ্বংসাবশেষ। খবর রয়টার্সের।
সাউথ ক্যারোলাইনায় বিধ্বস্ত হয় নৌবাহিনীর ব্যয়বহুল বিমানটি। রোববার (১৭ সেপ্টেম্বর) দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যটির আকাশে এফ-থার্টি ফাইভ নিয়ে উড়ছিলেন পাইলট। হঠাৎ যান্ত্রিক ত্রুটি টের পেয়ে প্যারাসুট নিয়ে ঝাঁপ দেন তিনি। নিরাপদে অবতরণ করেন নর্থ চার্লসটনে। বিমানটির সন্ধান পেতে স্থানীয়দের সহায়তা চায় মার্কিন নৌবাহিনী। এয়ারক্রাফটের সবশেষ অবস্থানকে ঘিরে চালানো হয় অনুসন্ধান। অবশেষে নৌঘাঁটি থেকে উত্তর-পূর্বে উইলিয়ামস-বার্গ কাউন্টিতে পাওয়া যায় ধ্বংসাবশেষ।
গত ছয় সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা বিভাগের তৃতীয় বড় দুর্ঘটনা এটি। আর্থিক ক্ষতির পরিমাণ কমপক্ষে আড়াই মিলিয়ন ডলার। এর আগে গত আগস্টে অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণের সময় সামরিক এয়ারক্রাফট বিধ্বস্ত হয়ে মৃত্যু হয় তিন মেরিন সেনার।
এটিএম/
Leave a reply