সুষ্ঠু নির্বাচন দিলে আওয়ামী লীগের সব প্রার্থী জামানত হারাবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মতিঝিলের শাপলা চত্বরে গণতন্ত্র মঞ্চের এক প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
সাকি বলেন, সরকার নিজেরা ভয় পেয়ে সবাইকে ভয় দেখাচ্ছে। তাদেরকে আরেকটু ধাক্কা দিলে পড়ে যাবে। তাদের ভয় দেখানোর অস্ত্রটা ভোঁতা করে দিতে হবে। আপনি যখন আর তাদের ভয় পাবেন না, তখন তাদের অস্ত্র ভোঁতা হয়ে যাবে।
তিনি আরও বলেন, সরকার বিচার বিভাগকে কুক্ষিগত করে বিরোধীদলীয় নেতাদের জেলে ভরছে। সুষ্ঠু নির্বাচন হলে জামানত হারাবে আওয়ামী লীগের সব প্রার্থী।
এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, কোথাও সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। কেউ তাদের পাত্তা দিচ্ছে না। যে সরকার মশা মারতে পারে না, তাদের দেশ চালানোর যোগ্যতা নেই। আগামী নির্বাচনে নৌকা ডুববে।
মঞ্চের নেতারা সংবিধান সংশোধন করে জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচন আয়োজনের দাবি জানান। সমাবেশ শেষে তারা একটি মিছিল নিয়ে শাপলা চত্বর থেকে টিকাটুলি যান।
/এনকে
Leave a reply