ভারতের তেলেঙ্গানা রাজ্যে বাস খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। ঘটনায় আহত হয়েছে অন্তত ৩২ জন। এদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
মঙ্গলবারের ওই দুর্ঘটনার সময় বাসটিতে ছিল ৮৮ জন তীর্থযাত্রী। অধিকাংশই নারী ও শিশু। শ্রী অঞ্জন্য-স্বামী মন্দির থেকে ফিরছিলেন তারা। ব্যস্ত সড়কে অন্য একটি বাসের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারান বাসের চালক।
জানা গেছে, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন তিনি। পাহাড়ি রাস্তা থেকে গড়িয়ে পড়ে যায় গভীর খাদে। ঘটনাস্থলেই প্রাণ যায় অর্ধশত মানুষের।
এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে আট লাখ রুপি করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার ও সংশ্লিষ্ট বাস কর্তৃপক্ষ।
Leave a reply