আগ্রাসন মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়া উচিৎ বিশ্বের: জেলেনস্কি

|

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। ছবি: রয়টার্স।

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। মঙ্গলবার ( ১৯ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে দেয়া এক ভাষণে এমন মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। খবর আল জাজিরার।

জেলেনস্কি বলেন, বিশ্বকে চূড়ান্ত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে রাশিয়া। অথচ ইউক্রেনের উদ্দেশ্য হলো যুদ্ধাবসানের পর কোনো জাতিকে যেনো অন্য রাষ্ট্র আক্রমণ করতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করা।

জেলেনস্কি আরও বলেন, সেই লক্ষ্য বাস্তবায়ন করতে অবশ্যই অস্ত্রের গণব্যবহার রোধ করতে হবে। তাছাড়া, যুদ্ধাপরাধীদের দিতে হবে উপযুক্ত শাস্তি, বাস্তুচ্যুতরা যাতে সম্মানের সাথে নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারে। অন্যদিকে, নিজ ভূখণ্ডে ফিরে যেতে হবে দখলদারদের। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, ঐক্যবদ্ধভাবেই সেটি সফল করবো আমরা।

তিনি জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি ইঙ্গিত করে বলেন, রাশিয়াকে প্রতিরোধ করতে সবাইকে একাট্টা হতে হবে। একজোট হওয়ার মধ্য দিয়েই প্রকৃতপক্ষে বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করা সম্ভব।

জাতিসংঘের ভাষণে জেলেনস্কি অভিযোগ করে বলেন, খাদ্যপণ্যের বিশ্ববাজারকে কুক্ষিগত করার চেষ্টা করছে পুতিন সরকার। ইউক্রেনীয় শিশুদের অপহরণের জন্যেও মস্কোকে দায়ী করেন জেলেনস্কি।

/এআই /এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply