উপাত্ত সুরক্ষা আইন প্রণয়নে তড়িঘড়ি না করা ও নাম পরিবর্তনের আহ্বান টিআইবির

|

সাইবার নিরাপত্তা আইনের মতো তড়িঘড়ি করে উপাত্ত সুরক্ষা আইন ২০২৩ প্রণয়ন না করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে ‘উপাত্ত সুরক্ষা আইন-২০২৩’ নাম পরিবর্তন করে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন-২০২৩’ করার সুপারিশ করেছে সংস্থাটি।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে ‘খসড়া উপাত্ত সুরক্ষা আইন-২০২৩ এর ত্রুটিপূর্ণ বিধানসমূহের ওপর পর্যালোচনা ও সুপারিশ’ নিয়ে এক সংবাদ সম্মেলন করা হয়। এ সময় সস্থাটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান উপাত্ত সুরক্ষা আইনের খসড়ায় মানুষের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত হয়নি। আইনটি প্রণয়নের আগে অংশীজনদের সাথে বসে অসামঞ্জস্যগুলো দূর করতে হবে। এছাড়াও দেশের জনগণের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্বাধীন নিরপেক্ষ বোর্ড গঠনের আহ্বান জানান তিনি।

ইফতেখারুজ্জামান আরও বলেন, সরকারও যেন কারো তথ্য অপব্যবহার করতে না পারে সেটিও নিশ্চিত করতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply