রংপুরের গঙ্গাচড়ায় প্লাবিত তিন ইউনিয়ন থেকে তিস্তার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে।
পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত থেকেই পানি নামতে শুরু করে। ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি।
বিস্তীর্ণ এলাকা থেকে পানি নামতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। উজান থেকে নেমে আসা ঢলের কারণে মঙ্গলবার হঠাৎ প্লাবিত হয় গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারিসহ তিনটি ইউনিয়ন। এতে পানিবন্দি হয়ে পড়েন বহু মানুষ।
Leave a reply