দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ২৩ ও ২৪ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
সংবাদ সম্মেলনে অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙা, উৎপাদক ও ক্রেতা সমবায় গড়ে তোলাসহ রেশন ব্যবস্থা চালুসহ ১৩ দফা প্রস্তাব তুলে ধরেন। শ্রীলঙ্কার উদাহরণ টেনে দেশের অর্থনীতিকে কীভাবে শক্তিশালী করা যায়, তার ব্যাখা দেন তিনি।
/এমএন
Leave a reply