বৈশ্বিক সংকট মোকাবেলায় ব্যর্থ বিশ্ব: জাতিসংঘ মহাসচিব

|

বৈশ্বিক সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ চেষ্টায় বিশ্ব ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে এ মন্তব্য করেন তিনি। খবর রয়টার্সের।

জাতিসংঘ মহাসচিব বলেন, আমাদের বিশ্ব বিপর্যয়ের মুখে। ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে। বৈশ্বিক চ্যালেঞ্জ পাহাড়সম হয়ে উঠছে। আর তা মোকাবেলায় সবাই একজোট হতে পারছি না।

গুতেরেস বলেন, ভয়াবহ চ্যালেঞ্জের মুখে বিশ্বশান্তি। ক্রমবর্ধমান সংকটে ভেঙে পড়ার মুখে মানবিক ব্যবস্থা। সব দেশকে ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান জানান তিনি।

এদিকে, ৭৮তম অধিবেশনের মূল পর্বে বেশিরভাগ সময়ই গুরুত্ব পায় রাশিয়া-ইউক্রেন ইস্যু। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ তীব্র সমালোচনা করেন রাশিয়ার। এই অধিবেশনে আরও গুরুত্ব পায় পরমাণু নিরস্ত্রীকরণ, জলবায়ু সংকটসহ বিশ্বরাজনীতির চলমান সংকটগুলো।

/এনকে/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply