সরকারের আচরণই বলে দেবে বিএনপির আন্দোলন কেমন হবে: ফখরুল

|

বিএনপির আচরণ ও আগামীতে দলটির আন্দোলন কেমন হবে তা সরকারের আচরণের ওপর নির্ভর করবে, এ কথা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় একদফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। ৩ অক্টোবর ফরিদপুর বিভাগে রোডমার্চ অথবা সমাবেশ এবং ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনরা রাষ্ট্র কাঠামোকেই বিপন্ন করে ফেলেছে। আওয়ামী লীগের মুখে নিরপেক্ষ নির্বাচনের কথা তামাশা ছাড়া কিছুই নয়।

তিনি আরও বলেন, মানবাধিকারকর্মী আদিলুর রহমানকে ২ বছরের সাজা দেয়ায় বিএনপির স্থায়ী কমিটি ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। তাদের সাজা দেয়ায় মানবাধিকার সংস্থাগুলো আরও চাপে পড়বে। সরকার সমগ্র বিচারবিভাগ দলীয়করণ করে এই পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply