নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দলে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর ২টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় কিউদের বিপক্ষে এই সিরিজে অধিনায়কত্ব করবেন লিটন দাস। বিশ্রামের কারণে দলে নেই সাত-আট জন নিয়মিত খেলোয়াড়। দলে ফিরেছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদসহ আরও অনেকে।
এই সিরিজে আরও দুটি ম্যাচ খেলবে দুই দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বিশ্বকাপের আগমুহূর্তে এ সিরিজটি যে দু’দলেরই প্রস্তুতির মঞ্চ, সেটি পরিস্কার।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ:
ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোজ, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।
Leave a reply