মোস্তাফিজের দাপুটে বোলিংয়ে নিউজিল্যান্ডকে চেপে ধরেছে টাইগাররা

|

ছবি: সংগৃহীত

বৃষ্টিতে দুই ঘন্টা বন্ধ থাকার পর বিকেল সাড়ে ৪টায় আবার শুরু হয়েছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। টস হেরে ব্যাটিংয়ে নেমে মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে সফরকারী নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ও চ্যাড বোজকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন কাটার মাস্টার।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচের ৪ ওভার ৩ বলের সময় বৃষ্টি হানা দেয়। এতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির কারণে দুই ঘন্টা বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়। তবে বৃষ্টির কারণে খেলা নেমে আসে ৪২ ওভারে।

শুরুতেই বাংলাদেশ দলকে উইকেট এনে দেন মোস্তাফিজুর রহমান। লেগ সাইডে করা কাটার মাস্টারের লেন্থ ডেলিভারিটি উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন ফিন অ্যালেন। ক্যাচ লুফে নিতে ভুল করেননি লম্বা সময় পর ওয়ানডে দলে ফেরা নুরুল হাসান সোহান। ২০ বলে ৯ রান করে বিদায় নেন অ্যালেন।

নিজের পরের ওভারে আবারও উইকেট নেন মোস্তাফিজ। তিনে নামা চ্যাড বোজেরও মুস্তাফিজের লেন্থ বলে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। এবারও সহজ ক্যাচ নেন সোহান। ১৬ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে সফরকারীরা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply