রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা, জনভোগান্তি

|

ঢাকাসহ দেশের ২০ জেলায় ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজধানীজুড়ে ভারি বর্ষণ শুরু হয়েছে। বৃষ্টিতে জনমনে স্বস্তি ফিরলেও, ডুবে গেছে নগরীর অনেক সড়ক। এতে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর অধিকাংশ এলাকায় সন্ধ্যা থেকে শুরু হয় ভারি বর্ষণ। টানা প্রায় ৩-৪ ঘণ্টার বর্ষণে রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, ফার্মগেট, মধুবাগ, মিরপুর, বসুন্ধরা আবাসিক এলাকাসহ অনেক এলাকার রাস্তা পানিতে তলিয়ে যায়। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।

টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে দেখা দিয়েছে ধীরগতি। সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজটের। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মক্ষেত্র থেকে ঘরে ফেরা মানুষজন। লম্বা সময় ধরে একই স্থানে আটকে আছে অসংখ্য যানবাহন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply